মোঃ সাইফুল্লাহ, ইবি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে বেলা ১১টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও দাওয়াহ সম্পাদক আসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম. তরিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে তিন শতাধিক হাফেজে কুরআনকে ক্রেস্ট এবং কুরআন মাজিদ উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, কুরআন হলো মানবতার মুক্তির দিশারী। যারা এর হিফজের মাধ্যমে সংরক্ষণে অবদান রাখছেন, তারা মুসলিম সমাজের অমূল্য সম্পদ। আমাদের উচিৎ কুরআন পড়ার পাশাপাশি কুরআনকে সঠিকভাবে বুঝে তা বাস্তবায়ন করা।