মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির আহবায়কক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব-এর উপস্থিতিতে বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মো. এনামুল হক চৌধুরী এফসিএ, প্রফেসর ড. এম. উমার আলী, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মো: আবুল বাশার, অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্থায়ী ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবনের বহির্ভাগের নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিশন ও আধুনিক স্থাপত্যগত মানদ-ের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থাপত্য প্রতিষ্ঠান ঢাকা প্রফেশনাল প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত নকশা উপস্থাপন করে। প্রেসবিজ্ঞপ্তি।