শিক্ষাঙ্গন
জাবি সায়েন্স ক্লাবে নবীনদের স্বপ্ন উড়ানের মুহূর্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের স্বাগত জানাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজন করেছে “JUSC Pathfinder: Unlock Your Potential” শীর্ষক নবীন বরণ অনুষ্ঠান।

শহিদুল্লাহ মনসুর, জাবি: যেন নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা নিয়ে উড়ান দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের স্বাগত জানাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজন করেছে “JUSC Pathfinder: Unlock Your Potential” শীর্ষক নবীন বরণ অনুষ্ঠান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক। এরপর, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করতে আয়োজন করা হয় ট্রেজার হান্ট প্রতিযোগিতা।
জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, “সায়েন্স ক্লাবের শুরু থেকেই আমি এর সঙ্গে আছি। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার দক্ষতা বৃদ্ধিতে জাবি সায়েন্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবের সাবেক সদস্যরা দেশ-বিদেশে সফলতার সঙ্গে গবেষণা চালিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
ক্লাবের আরেক উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি বলেন, “আমি দীর্ঘ ১৯ বছর ধরে সায়েন্স ক্লাবের কার্যক্রম পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে ক্লাবটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা তাদের কার্যক্রম দেখলেই স্পষ্ট হয়। আমি চাই, শিক্ষার্থীরা দক্ষতা বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখুক।”
পরে, বিকেল ৪টায় ট্রেজার হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, “সায়েন্স ক্লাব বরাবরই বিজ্ঞানমনস্ক জাতি গঠনে কাজ করছে। আমি আশা করি, ক্লাবের সদস্যরা দেশ-বিদেশে নিজেদের আলো ছড়াবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, “বিজ্ঞান প্রকৃতির মৌলিক বিষয়গুলো উদ্ভাবনের এক বিশাল ক্ষেত্র। প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আমাদের জন্য নতুন নতুন আবিষ্কার উপহার দিচ্ছেন। তবে, বিজ্ঞানের পাশাপাশি লিবারেল আর্টসের জ্ঞান অর্জন করাও জরুরি, যেন আমরা প্রযুক্তির অপব্যবহার রোধ করতে পারি। জাবি সায়েন্স ক্লাবের শিক্ষামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি।”
এর আগে, একাডেমিক সিভি ও ইমেইল রাইটিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। "JUSC Pathfinder: Unlock Your Potential" অনুষ্ঠানের কনভেনর ছিলেন লিমা খাতুন ও সৈয়দ কায়েস মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের বর্তমান সভাপতি মো. সৌরভ, সাবেক সভাপতি তারেক মাহমুদ, কনভেনর সৈয়দ কায়েস মাহমুদ-সহ অন্যান্য সদস্যরা।
নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এ আয়োজন প্রমাণ করে, জাবি সায়েন্স ক্লাব কেবল একটি সংগঠন নয়, বরং এটি স্বপ্ন দেখার, শেখার ও এগিয়ে যাওয়ার একটি পথপ্রদর্শক মঞ্চ। নবীনদের স্বপ্ন এবার আরও বিস্তৃত হবে, উড়বে নতুন উচ্চতায়!