মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল দিনটি। শিক্ষা, আদর্শ ও ভবিষ্যৎ স্বপ্নচর্চায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে এদিন মুরাদনগরে শিবিরের পক্ষ থেকে ১৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে আয়োজিত সম্প্রতি এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। সংবর্ধিতদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়, যা শুধু একটি পুরস্কার নয় বরং তাদের জীবনের পথচলায় এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের শুভেচ্ছা বার্তায় বলেন, “শিক্ষার্থীরাই জাতির মেরুদণ্ড। আজকের এই মেধাবীরা একদিন এ দেশের ভবিষ্যৎ রচনায় অগ্রণী ভূমিকা রাখবে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তারা সৎ চরিত্র, মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয়ে সমাজকে বদলে দেবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, “আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু মেধা নয়, দরকার সঠিক দিকনির্দেশনা ও চরিত্র গঠন। আর এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।”
সংবর্ধিত শিক্ষার্থীরা আবেগভরে বলেন, “এ সম্মাননা তাদের জীবনের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে। তারা অঙ্গীকার করেন, নিজ-নিজ ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে পরিবার, সমাজ ও মাতৃভূমিকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার জন্য কাজ করে যাবেন।”