কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন সহ ৯দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সম্প্রতি কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি পেশ করেন ছাত্র নেতারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলাউদ্দিন আহনাফ, মুকিত আল হাছান, রাকিবুল হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক হামলা ও কবি নজরুল ইসলাম হলে তামিমের ওপর নৃশংস নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত প্রত্যেককে স্থায়ীভাবে বহিষ্কার দাবি জানান।

সম্মেলনে ৯ দফা দাবির মধ্যে রয়েছেÑ এক কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন। দুই ডিগ্রি শাখার শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস স্থাপন। তিন সিসিটিভি স্থাপন ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করা। চার বহিরাগত, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপন। পাঁচ বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা। ছয় আবাসিক হল ও হোটেলের জলাবদ্ধতা নিরসন। সাত সুপেয় পানি, ওয়াশরুম ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ।

ছাত্র নেতারা আরো বলেন, “কলেজের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য ফান্ড গঠন করতে হবে এবং কলেজের সকল আয়-ব্যয়ের স্বচ্ছতা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা দাবি বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।