করোনাভাইরাস ও ডেঙ্গুর দ্বৈত হুমকির মুখে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কঠোর স্বাস্থ্য সতর্কতা জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে মশা নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা এসেছে সংশ্লিষ্টদের প্রতি।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক জরুরি স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়। তিনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতিও।
বলা হয়েছে, পরীক্ষা শুরুর আগে প্রতিটি কেন্দ্রে জীবাণুনাশক স্প্রে করতে হবে। প্রবেশপথে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য মাস্ক বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রের ভেতরে ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শও রয়েছে।
পরীক্ষাকক্ষে আসন বিন্যাস করতে হবে স্বাস্থ্যবিধি অনুযায়ী। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।
স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
বোর্ড আশা করছে, পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—সবাই সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট।
করোনার প্রথম সংক্রমণ ২০২০ সালে শনাক্তের পর দেশে বহুদিন কড়াকড়ি ছিল। বর্তমানে সংক্রমণের হার আবারও কিছুটা ঊর্ধ্বমুখী, আর সেই প্রেক্ষাপটেই পরীক্ষায় বাড়তি স্বাস্থ্য সতর্কতার ঘোষণা এলো।