সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈনউদ্দিন এবং ডেপুটি রেজিস্ট্রার রোবউল আলমসহ শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।
গতকাল সোমবার এক বিবৃতিতে মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজউদ্দীন মন্ডল বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন দায়িত্বশীল শিক্ষক ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা নজিরোবহীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’