বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে স্কুল অফ দ্যা নেশন এ গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৬। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন স্কুলটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বহিরাগত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, নারকেল পিঠা, পুলি পিঠা, ঝিনুক পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা এই উৎসবে প্রদর্শন ও পরিবেশন করা হয়।

শিক্ষার্থীরা নিজ বাসা থেকে পিঠা প্রস্তুত করে নিয়ে আসে এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে দর্শনার্থীদের জানায়। এতে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা আরও বিকশিত হয়।

স্কুল কর্তৃপক্ষ জানান, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যচর্চা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে। পাঠ্যশিক্ষার পাশাপাশি সংস্কৃতি, নৈতিকতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষার অংশ হিসেবেই এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি।