রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ছাত্রদলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে নির্বাচন কমিশনারের কাছে।
গতকাল এক স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে অবগত করতে চাই যে, আসন্ন রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদলের প্যানেল একাধিক ক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। এতে নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে এবং অন্যান্য প্রার্থীদের প্রতি অসঙ্গত আচরণ প্রদর্শিত হচ্ছে।” বিশেষভাবে উল্লেখযোগ্য অভিযোগ হলো- ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে এবং আচরণবিধির পরিপন্থী। ১৫ সেপ্টেম্বর জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবী বিভাগ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শহীদুল্লাহ্ একাডেমিক বিল্ডিংয়ের ৩০৬ নম্বর কক্ষে প্রচারণা চালান। ভোটারদের সরাসরি অর্থ প্রদানের অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত। ১৮ সেপ্টেম্বর আরবী বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান করেছেন। নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশনের ঘোষিত নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। রাকসুতে ভোটার নন এমন ব্যক্তিরাও প্রচারণায় অংশ নিচ্ছেন যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে। উপরোক্ত অনিয়মসমূহ নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধির সরাসরি লঙ্ঘন। তাই আমরা সম্মিলিত শিক্ষার্থীদ জোটের পক্ষ থেকে অনুরোধ করছি- বিষয়গুলোকে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হয়।