পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন, সেই সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই পোস্টে তিনি শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানকালে নৈতিক, সামাজিক ও শিক্ষামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা পালনের জন্য যারা বাড়িতে গিয়েছেন, তাদের জন্য আমার কিছু কথা আছে…"

নির্দেশনামূলক পোস্টে তিনি ১৬টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা একজন ঢাবি শিক্ষার্থীর সামাজিক দায়িত্ব ও নেতৃত্ব গঠনে সহায়ক হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ১. বাড়িতে অবস্থানকালে আপনাদের সকল আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা
  • যেসব সম্মানীয় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের সাথে যোগাযোগ করা এবং অন্যদের জন্য দোয়া করা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আপনার সমবয়সী যেসব বন্ধুরা এলাকা অবস্থান করে তাদের সাথে যোগাযোগ করা
  • স্কুল কলেজ মাদ্রাসার যেসব ছোট ভাইবোনেরা আছে তাদেরকে বড় হওয়ার স্বপ্নের কথা বলে আসা
  • এলাকায় ছোটখাটো ঝগড়াঝাঁটি থাকলে তা সমাধানের চেষ্টা করা
  • সমবয়সী বা কিছুটা সিনিয়র, কিছুটা জুনিয়র যারা বিভিন্ন দল মতের সাথে জড়িত তাদের সাথে নিজ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে আলোচনা করা
  • ভিশনারি ছেলে মেয়েদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আসা পর্যন্ত আপনারা যে জার্নি করেছেন তা গল্প করা
  • এলাকার ক্লাব সহ যত কালচারাল এবং কমন জায়গাগুলো আছে সেখানে যথাসাধ্য ভূমিকা রাখা
  • আপনি যে ধর্মেরই হন আপনার কমিউনিটির মানুষদেরকে ধর্ম পালনের ব্যাপারে যথাসাধ্য উৎসাহ প্রদান
  • আপনারা জুলাই বিপ্লব দেখেছেন অথবা বিশ্ববিদ্যালয়ে এসে এর গল্প শুনেছেন - এগুলো অনুজ এবং অগ্রজদের সাথে শেয়ার করা
  • গ্রামের যারা সম্ভাবনাময় ছেলে মেয়ে তাদের বাসায় যাওয়া এবং প্রাক্টিক্যালি তাদের একাডেমিক খোঁজখবর নেওয়া
  • আপনারা সুবাসিত ফুলের মত। অনেক ভালো চিন্তা করতে পারেন। অনেক স্বপ্ন বুনতে পারেন। আপনার সুবাস এলাকার মানুষদেরকে বিলানোর চেষ্টা করা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানুষ যত বড় মনে করে তার চাইতেও অনেক বেশি সেবা করে আসা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় কে নিয়ে নেতিবাচক কোন আলোচনায় যুক্তিসহকারে সঠিক কথাগুলো উপস্থাপন করা
  • 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুরো বাংলাদেশকে দেখা যায়' এজন্য আপনাদের কাজ যেন সে রকম হয়।
  • সর্বোপরি এমন কাজ করবেন এলাকার মানুষেরা যেন অপেক্ষা করে আপনি আবার কবে আসবেন!!

সর্বশেষে তিনি বলেন, “আপনারা এমন কাজ করবেন যেন এলাকার মানুষরা অপেক্ষা করে—আপনি আবার কবে আসবেন!”

ঢাবির সহকারী প্রক্টরের এই পোস্টে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি কেবল একটি নির্দেশনা নয়—বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা।