DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

জাবি এলাকায় রাতের আধারে ছিনতাই, শঙ্কিত আবাসিক শিক্ষার্থীরা

সাভারের পাথালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক ব্যবসায়ীকে ছিনতাইকারীরা মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে।

স্টাফ রিপোর্টার
image-773647-1707754634-1

সাভারের পাথালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক ব্যবসায়ীকে ছিনতাইকারীরা মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, ব্যবসায়ীটি বিশমাইল থেকে ব্যবসায়িক লেনদেনের টাকা সংগ্রহ করে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারী তাকে অনুসরণ করছিল। জাহাঙ্গীরনগর কলেজের পাশে রাস্তায় ঢাল বেয়ে উঠার সময় হঠাৎ কয়েকজন দৌড়ে এসে তার সারা শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরই তারা তার পকেট ছিঁড়ে টাকা ছিনিয়ে নেয় এবং পায়ে আঘাত করে।

ভুক্তভোগী তখন একজন ছিনতাইকারীর কলার ধরে ফেললে, আরেকজন এসে তার চোখে মলম মেখে দেয়, ফলে তিনি আর কিছুই দেখতে পারছিলেন না। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রিকশাচালক তাকে তার এলাকায় পৌঁছে দেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, "আমাদের ক্যাম্পাসের একেবারে ভেতরে এ ধরনের ঘটনা ঘটায় আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দ্রুত প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। তাছাড়া অতীতেও বহুবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসনের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখা যায়নি"

এবিষয়ে প্রক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে কোনো অভিযোগ পাননি এবং তিনি অবগত নন।