ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে রবিবার (১৩ এপ্রিল) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইজিআইএস-এর এক্সিকিউটিভ কনসালটেন্ট ওয়ান পিল পার্ক-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “ডুয়েটকে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় অগ্রণী অবস্থানে নিতে আমরা গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং আধুনিক ল্যাব স্থাপনের ওপর গুরুত্ব দিচ্ছি। তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কম্পিউটার সেন্টারের পরিচালক ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, আইসিটি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আইইবি-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং বিকস গ্লোবাল ডট কম-এর সিইও জাকির হোসাইন।

সভায় ইজিআইএস প্রতিনিধি ওয়ান পিল পার্ক ডুয়েটের সঙ্গে বিগ ডাটা, এআই, ক্লাউড কম্পিউটিং, আইওটি ইত্যাদি প্রযুক্তি ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেন। এ বিষয়ে একটি এমওইউ স্বাক্ষর ও এক্সচেঞ্জ প্রোগ্রামের পরামর্শ দেন তিনি।

সভা শেষে ভিসি মহোদয় ওয়ান পিল পার্ককে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকালেই ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রারসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। সবাই ডুয়েটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।