রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম। রোববার থেকে তারা ক্লাস-পরীক্ষায় ফিরবেন বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন। এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের আশ্বাস প্রদান করেন। পরে শিক্ষক ফোরামের সকল সদস্যের সাথে পরামর্শ করে আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয় তাহলে আমরা আবারো কঠোর আন্দোলনে যাবো।’ রাকসু নির্বাচন হবে কিনা এমন প্রশ্নে তাঁরা জানান, ‘রাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভালো জানে। তবে সুষ্ঠু রাকসু নির্বাচন দিতে যা যা করণীয় তা যদি প্রশাসন করতে পারে তাহলে অবশ্যই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’