গত ৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কল্পনাপ্রসূত।
প্রতিবাদ লিপিতে বলা হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পরে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা/ কর্মচারীদের পদোন্নতি/ পদোন্নয়নের ব্যবস্থা করা হয়। শিক্ষা ও গবেষণাকে গতিশীল করার জন্য বিধি মোতাবেক দু’জন স্বনামধন্য অধ্যাপককে লিয়েনে নিয়োগ করে যথাক্রমে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিনের দায়িত্ব প্রদান করা হয়। কামিল কেন্দ্রের অধীনে ইতোমধ্যে কর্মকর্তাদের ইনহাউজ ট্রেনিং ও কামিল মাদরাসার অধ্যক্ষদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাক্সিক্ষত গবেষণা জার্নাল প্রকাশ ও এম.ফিল, পিইচডি, কার্যক্রম চালুকরণ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এছাড়া কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের অধীনে বি এন কিউ এফ-এর আলোকে সিলেবাসকে আধুনিকায়নের কাজও এগিয়ে চলছে। উপরন্তু মাদরাসার শিক্ষকদের সেবা নিশ্চিত করার জন্য দুর্নীতিমুক্ত সেল গঠনের ব্যাপারে প্রশাসন যথেষ্ট কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ এবং সনদ প্রদানের কাজ ত্বরান্বিত করে সেশন জট প্রায় শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রায় অচল অবস্থায় নিপতিত মাদরাসাগুলোর বিবাদমান গ্রুপগুলোকে ডেকে সমঝোতার মাধ্যমে মাদরাসাগুলোকে দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল ইসলামের উদ্যোগে সৌদি আরবের ‘কিং সালমান গ্লোবাল একাডেমি ফর এরাবিক ল্যাংগুয়েজ’-এর সহযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষকদের জন্য ৪ দিনের একটি ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এমন গতিশীলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি দ্বারা। বিশেষ কোন দলের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়ার অভিযোগ ভিত্তিহীন ও নির্লজ্জ মিথ্যাচার। বর্তমান প্রশাসনের অধীনে এখন পর্যন্ত কোন নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি বিধায় দলীয়করণের অভিযোগ হাস্যকর। ভবিষ্যতে কোন নিয়োগ কার্যক্রম পরিচালনা করলে তা হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে। অন্য কোন পরিচয় কোনভাবেই বিবেচ্য হবে না। আমরা এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি। প্রেস বিজ্ঞপ্তি।