রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখায় হিজাব পরা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, ষষ্ঠ শ্রেণির অন্তত ২২ জন ছাত্রীকে হিজাব পরে ক্লাসে আসায় বের করে দিয়েছেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) শেষ পিরিয়ডে।

অভিভাবকদের দাবি, ওইদিন তাদের সন্তানরা স্বাভাবিক নিয়মে হিজাব পরে ক্লাসে যায়। সারাদিন কোনো সমস্যা না থাকলেও ইংরেজি ক্লাসে প্রবেশ করার সময় শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের বের করে দেন। এসময় তিনি নাকি বলেন, হিজাব পরলে জঙ্গির মতো লাগে। শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয় বলে অভিযোগ অভিভাবকদের।

তবে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার বিষয়টি অস্বীকার করে জানান, স্কুলের নির্দিষ্ট ড্রেস কোড অনুযায়ী সাদা স্কার্ফ ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী ওড়না পরে আসায় নিয়ম ভঙ্গের অভিযোগে তাদের ক্লাসের বাইরে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি শুধু নিয়ম মানার ব্যাপারে সচেতন করতে চেয়েছি।

ঘটনা জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা বলেন, শিশুদের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য।

ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।