স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল ৮ অক্টোবর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি সকালে বারির সদর দপ্তরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা।

বিচারপতির নেতৃত্বাধীন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শহরিয়ার কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম,চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারেক এবং অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ।

পরবর্তীতে বারি মহাপরিচালকের সভাকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বারির বর্তমান গবেষণা কার্যক্রম, চলমান প্রকল্প, প্রযুক্তি উদ্ভাবন ও অর্জিত সাফল্য নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ), ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

বিচারপতি মোহাম্মদ উল্লাহ ইনস্টিটিউটের গবেষণামূলক কার্যক্রম, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি প্রত্যক্ষ করে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি আধুনিকায়নে যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। গবেষণার ফল কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানের ভূমিকা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণা কেন্দ্র ও পরীক্ষাগার পরিদর্শন করেন এবং বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন।