ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। প্যানেলের ভিপি পদপ্রার্থী পরে অভিযোগ করেন বলেন, ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। এরপর নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আচরণবিধি ভঙ্গের কারণে ছাত্রদলের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে।
সাদিক কায়েম বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে। আমরা অনুরোধ করব যে আচরণবিধি যেন মানা হয়, আমরা সবাইকেই আহ্বান করব। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন করতে, এবং সারা দেশকে মেসেজ দিতে। আমরা অনুরোধ করব সকল প্রার্থীকে, যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’
সকাল ৮টা শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হচ্ছে। ফল প্রকাশ হবে আজই।