বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবিবাস্তবায়নে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরের ডেপুটি কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানকরা হয়েছে।

গতকাল ২৫ আগস্ট সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আফজালুল হক ও সদস্য সচিব আবু তালেব মোহাম্মদ খায়রুল বাশার এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস (এফডিইবি) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডেপুটি কমিশনারের অনুপুস্থিতিতে অতিরিক্ত ডেপুটি কমিশনার পরিমল কুমার সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

এর আগে ডেপুটি কমিশনারের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আফজালুল হক, সদস্য সচিব আবু তাহের মোহাম্মদ খায়রুল বাশার, আইডিইবি কেন্দ্রীয় কমিটির রংপুরঅঞ্চলের যুগ্ন আহবায়ক ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস (এফডিইবি) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, রংপুর আইডিইবির সাবেক সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি শফিউজ্জামান সরকার, উপদেষ্টা কামরুল হুদা,সাধারণ সম্পাদক খশরু সরকার ও যুগ্ন সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম রাজু প্রমুখ।