মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান ড্রিম প্রি-ক্যাডেট একাডেমি এর উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে কুরআন হাতে প্রদান ও সবক অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলা অডিটোরিয়ামে এই সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার মুফতি আমির হামজা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ।

অন্যান্যদের আরো মধ্যে কুমারখালী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, ড্রিম প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান জুয়েল, আল শাহরিয়ার রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন ।