কৃষি খাতে উদ্ভাবনী গবেষণা, টেকসই কৃষি পণ্য ও প্রযুক্তির ব্যবহার এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে স্বাক্ষরিত হওয়া চুক্তিটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় থাকবে কৃষি গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সুযোগ, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি নিয়ে কাজ এবং টেকসই কৃষি ব্যবসা মডেল উন্নয়নে সমন্বিত উদ্যোগ। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর ম্যানেজিং পার্টনার আদিবা সোলায়মান আজানিসহ অন্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সমঝোতা চুক্তি শুধু শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে না, বরং দেশের কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং একটি উদ্ভাবনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান যা কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিজ ও অন্যান্য পণ্যের গবেষণাভিত্তিক সমাধান সরবরাহ করে আসছে।