ঢাকার কাকরাইলস্থ অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসের ব্যাংকুয়েট হলে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম অগ্রযাত্রা উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন স্কুলটির ম্যানেজমেন্ট, উপদেষ্টা, স্কলারস, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মাদার গ্রুপ, স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেড-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান "স্কুল অব ইন্টিগ্রেটেড থটস" এর কার্যক্রম। প্রতিষ্ঠানটি দেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কারিকুলাম উন্নয়নে কাজ করছে। কারিকুলাম বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ মাহমুদুল হাসান এবং শায়েখ এমদাদুল্লাহ।
প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, সাবেক ডিন, ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভিসি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, সাবেক প্রফেসর, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম, ভাইস চ্যান্সেলর, অ্যারাবিক ইসলামিক ইউনিভার্সিটি, মো. ওমর ফারুক খান, ম্যানেজিং ডিরেক্টর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মোস্তাক ফয়েজি এবং মোল্লা নাজিম উদ্দিন উপস্থিত থেকে তাদের বক্তব্য পেশ করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সচিব, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও এবং স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেড-এর চেয়ারম্যান নূর আহাম্মেদ খোকন প্রতিষ্ঠানের ৫ বছরের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ উপলক্ষে একটি মানবিক ও দীর্ঘমেয়াদি বিশেষ প্রকল্প উপস্থাপন করেন, যা দেশের সিনিয়র সিটিজেনদের জন্য পরিকল্পিত। পরিশেষে, তিনি ভবিষ্যতের মেগা কর্মপরিকল্পনার রূপরেখা সকলের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষাংশে স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেড-এর শেয়ারহোল্ডারদের মাঝে নগদ লভ্যাংশ বিতরণ করা হয়। মিলন মেলায় অংশগ্রহণকারীরা স্পেকট্রাম পরিবারের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির জন্য শুভকামনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।