জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গ্রন্থাগার ভবনের ছাদ থেকে পড়ে মো: আরিফুল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার (২ আগস্ট) এক শোকবার্তায় তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত আরিফুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই-আগস্ট মাসব্যাপী চলমান সব অনুষ্ঠানসূচিতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকার মসজিদগুলোতে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের কথাও বলা হয়েছে।

নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় জরুরি প্রশাসনিক সভা ডেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ থাকার পরও নির্মাণ শ্রমিকরা সাইটে কীভাবে অবস্থান করছিলেন—তা অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়। নির্দেশনা অমান্য করে কেউ দায়িত্বে অবহেলা বা নির্মাণ চালিয়ে গিয়ে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, মৃত নির্মাণ শ্রমিকের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সাহায্য ও অন্যান্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।