স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বৈশ্বিক চ্যালেঞ্জ ও চাকরির বাজারে প্রতিযোগিতা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-ডিআইআইটিতে “Evaluating National University's ICT Curricula for Employment Opportunities and Leveraging Digital Platform to Connect Graduates with the ICT Industry” শীর্ষক কর্মশালা উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭/৮ লাখ গ্রাজুয়েট বের হলেও তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার অভাবে অনেকেই চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকতে পারেন না। এজন্য স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি জানান, এটুআই ও ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় নতুন আইসিটি কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে, যা দেশি-বিদেশি চাকরির বাজারের চাহিদা পূরণ করবে। এ কারিকুলাম তৈরিতে আইসিটি ইন্ডাস্ট্রির পরামর্শ নেয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা চাকরি পেতে বা উদ্যোক্তা হতে পারে। বিশ্ববিদ্যালয়কে জনগণের প্রতিষ্ঠান আখ্যা দিয়ে তিনি শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করতে আইসিটি খাত সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান। সঞ্চালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তরের সিস্টেম এনালিস্ট ড. মোঃ হায়দার আলী। এ সময় বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন, এটুআই প্রকল্পের পলিসি অ্যানালিস্ট ও হেড অব এডুকেশন স্কিলস মোঃ আফজাল হোসেন সারওয়ার এবং ডিআইইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন।

রিসোর্স পারসন হিসেবে অংশ নেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, যুগ্ম পরিচালক মোঃ রশিদুল মান্নাফ কবীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, কম্পিউটার সায়েন্স এর সহযোগী অধ্যাপক নাজমা তারা এবং আইসিটি আইএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিরেন্দ্র নাথ অধিকারি।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, গাজীপুর মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, আইডিয়াল কলেজ, নিউ মডেল কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, মিরপুর কলেজ, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, আহসানউল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সহ বিভিন্ন কলেজের শিক্ষক প্রতিনিধিরা। পাশাপাশি সফটবিডি লিমিটেড, ব্রেইন স্টেশন টোয়েন্টি থ্রি, রিভ সিস্টেমস, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড, ট্যাপওয়ার, প্রাইমআইটি, বিজেআইটি গ্রুপ, ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, কাজী সফটওয়ার, টাইগারআইটি বাংলাদেশ লিমিটেড, ভিভাসফট লিমিটেড, সাউথটেক গ্রুপ, ইনোসিস সলিউশন্স ও রাইজআপ ল্যাবসসহ শীর্ষ আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।