চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত রোববার সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। উদ্বোধনকালে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের দেশ বিশ্বে ক্রীড়ার জন্য বেশ পরিচিত। এছাড়া শরীর ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই। এজন্য শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রত্যাশা করি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় ভিসি জাতীয় পতাকা, প্রো-ভিসিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোনালিসা চাকমা। বিচারকদের পক্ষে বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তারুমি চাকমাকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। নবাব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষক জনাব শিপন হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ পূর্বাশা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা হল সংসদের জিএস সিংঞোইউ মারমা সিং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃত বিভাগের ভাবনা আচার্য্য। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ভিসি ও প্রো-ভিসিকে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, নবাব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, নবাব ফয়জুন্নেছা হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।