আজ ১৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে আবারও দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে মোট ১,২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়। এর মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নেয় এবং উত্তীর্ণ হয় ১,২৬০ জন, যা ৯৯.০৬ শতাংশ উত্তীর্ণের হারের প্রতিফলন। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৫১৭ জন উত্তীর্ণ হয় এবং ৩৯০ জন জিপিএ-৫ অর্জন করে। অপরদিকে, সাধারণ বিভাগে অংশ নেয় ৭৫৭ জন শিক্ষার্থী, যেখানে ৭৪৩ জন পাস করে এবং ২৭১ জন জিপিএ-৫ পায়।
দেশের আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা এই মাদরাসা শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলায় সমন্বিত এক আদর্শ মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, এটি আমাদের দীর্ঘদিনের অধ্যবসায়, শিক্ষকদের নিবেদন এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফল। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, আধুনিক পাঠক্রম, নিয়মিত মূল্যায়ন, এবং কঠোর একাডেমিক তত্ত্বাবধানের কারণেই তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের মাদরাসা শিক্ষায় উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে।
অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যেও এই অসাধারণ সাফল্যে আনন্দের বন্যা বইছে। তারা মনে করছেন, এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং টঙ্গী তথা গাজীপুরের শিক্ষা অঙ্গনের গৌরবময় অর্জন।