খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।
অধ্যাপক হযরত আলী মাত্র ১৮ দিন আগে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়।
বৃহস্পতিবার সকালেও কুয়েটের ভিসির দায়িত্ব থেকে প্রফেসর ড. মো. হযরত আলীর পদত্যাগ, যোগ্য ভিসি নিয়োগ ও দ্রুত কুয়েটের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকবৃন্দ। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরাও এ মানববন্ধনে যোগ দেয়। বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর গোলাম কাদের।
কুয়েটের ভিসি অধ্যাপক ড. হযরত আলীর পদত্যাগের একদফা ঘোষণাসহ তার প্রতি অনাস্থা জানিয়েছিল কুয়েট শিক্ষক সমিতি। গত বুধবার দুপুরে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভিসি, প্রোভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন এবং ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির প্রেক্ষিতে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। ২৫ এপ্রিল (শুক্রবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী চিব এ এস এম কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
১ মে (বৃহস্পতিবার) কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। শুক্রবার (২ মে) রাতে তিনি কুয়েটে পৌঁছান। শনিবার (৩ মে) অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ৪ মে (রোববার) থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস শুরু হয়নি। নতুন ভিসি তার দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিলো।