বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সারাদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে বাউবি কর্তৃপক্ষ এ ভর্তি পরীক্ষার আয়োজন করে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেন বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। পরিদর্শনকালে তিনি বলেন, “দেশের নানা পেশা ও শ্রেণির মানুষের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত। জীবনের মানোন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাউবির সুযোগগুলো কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।” ভিসির সঙ্গে পরিদর্শনে ছিলেন ওপেন স্কুলের ডীন অধ্যাপক ড. শিরিন সুলতানা, অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক অনন্যা লাবনী এবং ভিসির একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন।
অন্যদিকে, প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম চট্টগ্রাম সিটিতে সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। বেলা ২:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে মোট ৫ হাজার ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীও অংশ নেন, যা বাউবির শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্তিমূলক নীতির প্রতিফলন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত কোর্স ও রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণদের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে এবং ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম অনলাইন স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসিং সিস্টেম ( OSAPS) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।