চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উত্তরপত্র বিনিময় করতে গিয়ে তারা হাতেনাতে ধরা পড়েন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওইদিন কলা ও মানববিদ্যা অনুষদের ‘বিÑ২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একই কক্ষে পাশাপাশি আসনে বসা দুই পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে নিজেদের মধ্যে উত্তরপত্র রদবদল করেন। বিষয়টি নজরে আসলে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পরীক্ষার্থীকে আটক করে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, উত্তরপত্র বিনিময়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পরীক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ‘বি-২’ উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন।