চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের হাতে ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ডোপ টেস্ট কমিটির সদস্য ও মেডিক্যাল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা, মেডিক্যাল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ।

ডোপ টেস্ট কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, নির্বাচনে অংশ নেওয়া ৯৩৬ জন প্রার্থীর দেওয়া নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে।