জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ ৩০০ টাকা নির্ধারিত কলেজে (মোবাইল ব্যাংকিং বা সরাসরি, কলেজ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে) ২২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৬ মে ২০২৫ তারিখ থেকে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবারে এ তথ্য জানানো হয়েছে।