বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা কর্তৃক আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

আজ ১৩ অক্টোবর, (সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোকসানা মিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন,"ছাত্রশিবির চায় বিশ্ববিদ্যালয়গুলো হবে সৃজনশীলতা ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য।"

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ ভালো মানুষ তৈরি করা— জ্ঞাননির্ভর সমাজ ও মানুষ গড়ে তোলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এই কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি চালিয়ে যাবে বলে আমি আশা রাখি।”

বিতর্কে অংশগ্রহণকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোকসানা মিতু বলেন, “ইসলামী ছাত্রশিবিরের এই চমৎকার আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিতর্কের বিষয়গুলো সমসাময়িক হওয়ায় আমরা সমকালীন নানা বিষয়ে জানার ও মত প্রকাশের সুযোগ পাই।”

‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দেবে’— এই প্রস্তাবের ওপর চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নেয়, প্রতিটি দলে ৩ জন করে বিতার্কিক ছিলেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ট্যাব ফরম্যাটে, যেখানে প্রতিটি দল ৩ রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর এবং বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ নুরুল্লাহ এছাড়াও আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ সাজিদের বড় বোন ফারজানা হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।