বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলার ঘটনায় আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি নিরাপত্তা বাহিনীর ধাক্কা খেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের গেইট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপাচার্যকে বাধা দেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন রাস্তায় রাজনৈতিক নেতার সাথে দেখা করতে যাবে সেই প্রশ্ন অনেকের।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদী বলেন, “মাসখানেক আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গেলে ভিসি স্যার বলেছিলেন— তিনি কোনো ‘রাস্তার উপাচার্য’ নন। সেদিন যেভাবে তিনি গাটস দেখিয়ে অবস্থান নিয়েছিলেন, সেই গাটস যদি আজও ধরে রাখতেন, তাহলে জাবি শিক্ষার্থী হিসেবে আমাদের লজ্জিত হতে হতো না।”

উল্লেখ্য, এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করার সময় জাবি ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান এই কথা বলেন 'খালেদা জিয়া হলো প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক জিয়া হলো প্রথম শিশু মুক্তিযোদ্ধা।'