গত বুধবার ৩/১৪, ব্লক জি, কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকাস্থ, “আদর্শ ইসলামী মিশন এতিমখানায়” নবাগত সমাজসেবা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিলের ব্যাবস্থা করা হয়।
মাহফিলে দোয়া ও অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন এতিমখানা ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম,এ মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীরসাহেব। এতিমখানার সহ-সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী রওশন আরা নূরীর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মুহতারম অফিসারের সঙ্গীরা ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, ও প্রশিক্ষণার্থীরা। সম্মানিত অফিসার উপস্থিত শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষার সাথে সাথে প্রশিক্ষণ গ্রহণ করে স্বীয় জীবনকে কর্মক্ষম করে তোলার জন্য চমৎকার দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর সাহেব এতিমদেরকে প্রতিপালন ও সাহায্য করার বর্ণনা করতে গিয়া বলেন, প্রিয় রাসূল (স) ইরশাদ করেন “আনা ওয়া কাফেলুল ইয়াতামা কাহাতাইনে ফিল জান্নাহ”, অর্থাৎ “ইয়াতীমদের প্রতিপালনকারী আমার হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি রয়েছে তেমনিভাবে বেহেস্তে আমার পাশে থাকবে।” সুতরাং এই মহান প্রতিষ্ঠানের এতিম-মিসকীন (সুবিধাভোগী) দের মুক্ত হস্তে দান ও আন্তরিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রিন্সিপাল মহোদয় অত্র প্রতিষ্ঠানে আবাসিক/অনাবাসিক, ইবতেদায়ী ১ম শ্রেনী থেকে কামিল এম,এ পর্যন্ত ভর্তি হলে তাহাদের অন্ন-বস্ত্র ফ্রী করে দিবেন বলে ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।