DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

মানারাত ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলের বাৎসরিক ভোজ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলের বাৎসরিক ভোজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সভা কক্ষে এ ভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলের বাৎসরিক ভোজ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সভা কক্ষে এ ভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।

ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রফেসর ড. এম. উমার আলী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রী হোস্টেলের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রেহানা সুলতানার স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া বাৎসরিক ভোজে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুর মো. ইবরাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময় সাশ্রয়ী মূল্যে গুণগত শিক্ষা দেয়ার পাশাপাশি কিভাবে ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক ও উন্নত আবাসনের ব্যবস্থা করা যায় এ বিষয়ে সচেষ্ট। এরই অংশ হিসেবে আশুলিয়া ক্যাম্পাসের পাশে কোলাহলমুক্ত নির্মল পরিবেশে ছাত্রীদের হোস্টেল পরিচালনা করছে। পর্যায়ক্রমে এ হোস্টেলের আসন সংখ্যা ও সুযোগ সুবিধা বাড়ানো হবে।

অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রী হোস্টেলের সুযোগ সুবিধা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দা তারতিলা সানজিদা।

সব শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের খেলার মাঠে বাৎসরিক ভোজ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই অংশটি পরিচালনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু। প্রেস বিজ্ঞপ্তি।