জাবি সংবাদদাতা : গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির মিছিল করেছে। ফ্যাসিবাদী হাসিনার পতনের পর এটি তাদের প্রথম মিছিল। এর আগে দীর্ঘ তিন যুগ ধরে জাবিতে কোনো প্রকাশ্য মিছিল করতে পারেনি ছাত্রশিবির। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা শিবিরের প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক এবং জাকসুর পরিবেশ ও প্রকৃতি সম্পাদক সাফায়েত মীর বলেন, "ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্রশিবির বারবার নিপীড়নের শিকার হলেও দমে যায়নি। তিনি বলেন, শিবির গোপনে ও প্রকাশ্যে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং করবে। খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান ও পরবর্তী সরকারকে কাজ করার আহ্বান জানান তিনি।" শাখা দপ্তর ও প্রচার সম্পাদক এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, "গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। পিলখানা হত্যাকা-, শাপলা চত্বরে গণহত্যা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে জুডিশিয়াল কিলিংসহ অসংখ্য গুম-খুনের নজির গড়ে স্বৈরাচারী হাসিনা।" নানা মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশপ্রেমিক জনতা অবশেষে তাদের পতনে বাধ্য করেছে।

তিনি আরও দাবি করেন, জাবিতে দীর্ঘ ৩৫ বছর সংগঠনের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছিল এবং একাধিক নেতা-কর্মী নির্যাতনের শিকার হন।" সমাপনী বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, "ফ্যাসিবাদী শাসন ধ্বংস হওয়ায় ছাত্রসমাজ আশার নতুন আলো দেখছে। খুনি হাসিনাকে দেশে এনে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।"