স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরো সমন্বিত, সহজতর ও সময়োপযোগী করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম। আরো বক্তব্য দেন রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও চিফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের রাজশাহী শাখার ইনচার্জ মো. সাইদুর রহমান, সিনিয়র এজিএম (এডমিন) মোস্তাফিজুর রহমান, রাজশাহী শাখার সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি.এ. রায়হান প্রমুখ। এই চুক্তির আওতায় রুয়েটের শিক্ষার্থী ও তাঁদের পিতা-মাতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজন রাজশাহীর ইবনে সিনা ট্রাস্ট ডি-ল্যাব শাখায় বিভিন্ন ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন।