DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

মনোহরগঞ্জে হিজাব নিয়ে কটূক্তি

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে হিজাব নিয়ে কটূক্তি এবং ছাত্রীর হিজাব খুলে ফেলার অভিযোগে ওই অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাওহিদি ছাত্র জনতা।

Printed Edition
Default Image - DS

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে হিজাব নিয়ে কটূক্তি এবং ছাত্রীর হিজাব খুলে ফেলার অভিযোগে ওই অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাওহিদি ছাত্র জনতা।

বৃহস্পতিবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে বিক্ষুব্ধ ছাত্র জনতা মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে অধ্যক্ষ শহিদুল ইসলামের অপসারণ করে শাস্তির দাবি জানানো হয়।

এদিকে হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম মনোহরগঞ্জ উপজেলার নেতারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে অধ্যক্ষ শহিদুলের শাস্তি দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন হেফাজত নেতাদের। এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মনোহরগন্জ উপজেলা সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের সরসপুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ ফরাজি, বাইশগাও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, খিলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুদ্দীন দায়িত্বশিল হাফেজ ইয়াসিন মাওলানা মনজুরুল করিম , মৈশাতুয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নাসিরুদ্দিন, উত্তর ঝলম ইউনিয়ন সভাপতি মাওলানা খোরশেদ আলম ফাহিম ,মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ সাধারণ তাওহিদি ছাত্র জনতা।