মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। (রোববার)১৪ ডিসেম্বর প্রত্যুষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ভিসি।
এরপর সকাল ৯টায় তিনি রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে গিয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে শহিদ হওয়া দেশের শ্রেষ্ঠ চিন্তাবিদ, শিক্ষক, চিকিৎসক, লেখক ও বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা সবাই শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।