জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শিবিরের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা হয়। এর একদিন পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাগছাস ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল ঘোষণা করে।
এদিকে, নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের দিন পেরিয়ে গেলেও প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো । ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে—সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থী বাছাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বই বিলম্বের মূল কারণ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দীন মোহাম্মদ বাবর বলেন, “আমরা ইতোমধ্যেই আমাদের প্যানেল গুছানোর কাজ সম্পন্ন করেছি। কেন্দ্রীয় সংসদের অনুমোদন পেলেই খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।”
ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক আবরার হক অর্ক বলেন, "আমরা নিজেদের মধ্যে প্যানেল করেছি। যেহেতু এখনো নির্বাচনবিধি অনুযায়ী প্রচারণার সময় আসেনি তাই আমরা এখনো প্যানেল ঘোষণা করিনি৷ খুব শীগ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্যানেল ঘোষণা করা হবে।