ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির যৌথ আয়োজনে একটি ফটোওয়াক ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী সংগঠনদ্বয়ের নানান আয়োজনে ফটোওয়াকটি সম্পন্ন হয়।
এইদিন সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে বেলা ১১ টায় শিলাইদহ ঘাট হয়ে পদ্মার চরে উপনীত হয় ইবি ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা। সেখানে একটি ফটোসেশন শেষ করে পাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছে দুপুর আড়াইটায় পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সাথে একটি সংক্ষিপ্ত কর্মশালা মিলিত হন তারা।
এসময় উপস্থিত ছিলেন ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল রায়হান, বর্তমান সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, পাবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো: আবু জুবায়ের নাঈম, সাধারণ সম্পাদক সাইদ সাইমুনসহ উভয় সংগঠনের অর্ধশতাধিক সদস্য।
কর্মশালায় ফটোগ্রাফির প্রাথমিক কৌশল নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে ছিল কম্পোজিশন, আলোর ব্যবহার এবং মাঠে ছবি তোলার ব্যবহারিক টিপস। অংশগ্রহণকারীদের ক্যামেরার সেটিংস, ফ্রেমিং এবং ছবি দিয়ে গল্প বলার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
কর্মশালার আগে পরে অংশগ্রহণকারীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন গন্তব্যে ফটোওয়াকে বের হন। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তাঁড়াশ ভবন, জোড় বাংলার মন্দির ও পদ্মার পাড়ের বিভিন্ন দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন। সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্য এবং স্থানীয় সংস্কৃতি নিয়ে ছবি তুলে অনুশীলন করেন।
পাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আবু জুবায়ের নাঈম বলেন, “আজকের এই ফটোওয়াক আমাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। IUPS এর সাথে যৌথভাবে কাজ করে আমরা শুধু নতুন দৃষ্টিভঙ্গিই পাইনি, বরং একে অপরের সৃজনশীলতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ফটোগ্রাফি শুধু ক্যামেরায় বন্দি মুহূর্ত নয়, এটি হলো বন্ধুত্ব, শেখা আর একসাথে এগিয়ে যাওয়ার মাধ্যম। ভবিষ্যতেও আমরা এমন সহযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে চাই। ধন্যবাদ জানাই IUPS ও অংশগ্রহণকারী সকলকে, যারা এই ফটোওয়াককে প্রাণবন্ত করে তুলেছেন।”
ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আজকে IUPS এবং PUSTPS এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফটোওয়াক সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলার জন্য আমি উভয় সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। ফটোগ্রাফি শুধু একটি শিল্প নয়, এটি আমাদের ভাবনা, অনুভূতি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার শক্তিশালী মাধ্যম। আজকের এই উদ্যোগ আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ, যা নিঃসন্দেহে আমাদের দু’টি সংগঠনের সম্পর্ককে আরও মজবুত করেছে এবং ভবিষ্যতে নতুন নতুন সৃজনশীল কার্যক্রমে অনুপ্রাণিত করবে।”