সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া। সোমবার (৮ডিসেম্বর) আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়েেকর উত্তর পাশে নির্মিত আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন শেষে বার্ষিক ফল প্রকাশ ও ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।

জেলা প্রশাসক বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার ভূমিকা অনন্য। খেলার মাঠের জন্য ১০ দিনের মধ্যে আরও দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও জানান, পাঁচটি বিদ্যালয়ে বিশেষ মেধা যাচাই পরীক্ষা আয়োজন এবং দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনার কথা।