বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : “মানুষের জীবনে লক্ষ্য ও ভিশন না থাকলে সে কোনোদিন সফল হতে পারে না। একজন মুমিনের ভিশন হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ, আর তার মিশন হলো আল্লাহর ইবাদত ও তাগুত থেকে দূরে থাকা।” এভাবেই বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাউফলের ধানদী কামিল মাদ্রাসায় আয়োজিত আলিম, ফাজিল ও কামিল শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানদী কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাউফলের মাটি ও মানুষের প্রিয় নেতা ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, নূরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার হেলালি এবং মাওলানা মোহাম্মদ জাকির হোসেন।

প্রধান বক্তা ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, “যদি আমরা দুনিয়াকে ইসলামের আলোকে শাসন করতে চাই, তবে আগে নিজেকে শাসনের মধ্যে আনতে হবে। জ্ঞানই সেই হাতিয়ার, যা মানুষকে নৈতিকভাবে দৃঢ় করে তোলে এবং জাহান্নাম থেকে রক্ষা করে। অন্যদিকে অন্ধ সম্পদের মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।”

তিনি আরও বলেন, “জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। যখন জ্ঞান অর্জনের পথে এগোবো, তখন মনে হবে আমরা জানার বিশাল সাগরে কেবল প্রথম পা রেখেছি। তাই নিজেদের নিয়ন্ত্রণ ও সমাজ পরিচালনার জন্য জ্ঞানে সমৃদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।”