স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উক্ত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩ জুলাই (বুধবার) এবং ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। পরীক্ষাগুলো পরবর্তীতে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে, যা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময় ও তারিখে যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।