ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান ঘটেছে অবশেষে।
নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় কলেজ দুটির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে এ শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় দুই কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইস্রাফিল মহিম বলেন, বিগত কয়েক বছর ধরে কিছু বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি দূরত্ব এবং ভুল বোঝাবুঝির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
এ অবস্থার অবসান খুবই জরুরি ছিল। তাই আজকের এই শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
তিনি বলেন, আমরা চাই- দুই কলেজের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং শিক্ষা বিনিময় আরও জোরদার হোক। সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে আমরা একে অপরের সহযোগী হব।
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দুই পক্ষই অপরাধীকে শনাক্ত করবে এবং সমস্যার সমাধান করবে কোনো প্রকার সাধারণ বিরোধে পুরো প্রতিষ্ঠান জড়াবে না।
আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষা গ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। তাই আগের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে আমরা সম্প্রীতির পথেই এগিয়ে যেতে চাই।