স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য “OIC COMSTECH Special Rectors’ Meeting for Bangladesh”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে ইসলামাবাদ যাচ্ছেন।

আগামীকাল (১৫ জুন) রোববার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই জিন্নাহ এয়ারলাইন্সযোগে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এই সম্মেলনে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষণা সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করবেন। এতে আলোচনার মূল বিষয় হিসেবে থাকবে—উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষা কাঠামোর উন্নয়নে সমন্বিত কৌশল নির্ধারণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত চলমান এই সম্মেলন ওআইসি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি COMSTECH এর তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত অগ্রযাত্রার সুযোগ, যা উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সফরের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক রূপান্তর ও অগ্রগতির ধারা তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মনে করে, এই সম্মেলনে অংশগ্রহণ দেশের উচ্চশিক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শিক্ষাবিষয়ক সম্পর্ক আরও মজবুত করবে।