স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ বহু মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বুধবার দুপুরে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি, সমব্যথী হয়ে শোকাহত।’

ভিসি আরও বলেন, ‘মহান সৃষ্টিকর্তা যেন এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি নিহতদের পরিবারকে দান করেন—এই প্রার্থনা করি। এ দুর্ঘটনা যেন আমাদের আরও সচেতন করে তোলে এবং ভবিষ্যতে এমন দুঃখজনক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাই এগিয়ে আসে—সেই আহ্বান জানাই।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এই শোকাবহ মুহূর্তে মাইলস্টোন পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

ভিসি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।’

‘পরম করুণাময় আল্লাহ আমাদের সকলের সহায় হোন’—বলে তিনি তাঁর শোকবার্তা শেষ করেন।