আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও যুগোপযোগী সংস্কারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিভাগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবিরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা মহানগর পূর্ব সভাপতি মোজাফফর হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন। এ ছাড়া বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা একটি ঐতিহ্যবাহী ধারক হলেও বর্তমানে কাঠামোগত সংস্কারের অভাবে শিক্ষার্থীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এমপিওভুক্তির বাইরে রয়ে গেছেন এবং যারা অন্তর্ভুক্ত, তারাও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তিনি আরও জানান, দেশের অগ্রগতির জন্য আলিয়া মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও জাতীয় শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করা জরুরি।
তিনি বলেন, গত অর্থবছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ ছিল মাত্র ১.৬৫ শতাংশ, যার মধ্যে মাদরাসা শিক্ষা ও কারিগরি শিক্ষার জন্য বরাদ্দ ছিল মাত্র ১১ হাজার কোটি টাকা। এ থেকে বোঝা যায়, মাদরাসা শিক্ষাকে কীভাবে অবহেলার শিকার করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কার অপরিহার্য। মাদরাসা শিক্ষার প্রতি বৈষম্য ও অবহেলা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে পিছিয়ে দিচ্ছে। মানববন্ধন থেকে ছাত্রশিবির মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑসব ইবতেদায়ি মাদরাসা দ্রুত জাতীয়করণ, দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু, দাখিল-আলিম পরীক্ষায় এসএসসি-এইচএসসির সমতাসূচক নম্বর নির্ধারণ, ফাজিল-কামিল মাদরাসায় অনার্স কোর্স চালু ও সেশনজট নিরসন, মাদরাসা শিক্ষার্থীদের চাকরিতে অগ্রাধিকার প্রদান এবং প্রতিটি মাদরাসায় আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন। ছাত্রশিবির নেতৃবৃন্দ সরকারের প্রতি অবিলম্বে এ দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।