শিক্ষাঙ্গন
ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)থ প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
সভায় ‘হিটথ প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) মঞ্জুরের লক্ষ্যে ডুয়েটের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন, যারা ইতোমধ্যে তাদের প্রকল্প প্রস্তাবনা জমা দিয়েছেন।
সভায় অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত থেকে শুরু করে সফল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, "শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন বৃদ্ধি, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন এবং অ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট ফ্যাসিলিটিজ নিশ্চিত করার মাধ্যমে ডুয়েটকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করছি।"
তিনি ডুয়েটকে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে উন্নীত করতে এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, "ডুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একই পরিবারের সদস্য। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবো।"
উপাচার্য সম্মানিত শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)থ প্রকল্পের কার্যক্রমকে সফল করার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।