চলতি শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে রাজশাহীর শাহমখদুম মেডিকেল কলেজ। হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতির্ আনোয়ারুল ইসলাম এর যৌথ বেঞ্চ গত রোববার শাহমখদুম মেডিকেল কলেজে চলতি বছরে ছাত্র-ছাত্রীর ভর্তির আবেদন অনুমোদন করেন। এ সময় কলেজের পক্ষে আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সাকিব মাহবুব এবং অ্যাডভোকেট হামিদুর রহমান।

রাজশাহী মহানগরীর খড়খড়ি মহল্লায় অবস্থিত শাহমখদুম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন জানান, “আল্লাহর রহমতে আমরা হাইকোর্টের এই রায়ের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ন্যায় বিচার পেয়েছি। যার প্রেক্ষিতে আবারো দেশের মানুষ স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।”