স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের অংশ হিসেবে রোববার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “কোর্স ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণকে জাতীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন স্বীকৃতি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের অটাম ২০২৪ এবং সামার ২০২৫ টার্মের কোর্স ইন্সট্রাক্টররা অংশ নেন। প্রশিক্ষকরা কোর্স ডকুমেন্টেশন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, শিক্ষার মান মূল্যায়ন, প্রোগ্রাম ও কোর্স লার্নিং আউটকামস বাস্তবায়ন, তথ্য সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভিসি প্রফেসর ড. রহমান তার আলোচনায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশিকার সারসংক্ষেপ তুলে ধরে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বের ওপর আলোকপাত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে কোর্স ডকুমেন্ট ফাইল তুলে দেওয়া হয়।